রান্না-বান্না ডেস্কঃ মেঙ্গো মেউস
রেসিপিঃ সুবর্ণা
উপকরণঃ আমের পিউরে – ১ কাপ, টক দই- পানি ঝরানো ১ কাপ, ক্রীম – (ডানো ক্রীম/ যে কোন ক্রীম) ১ কাপ, হুইপ্ড ক্রীম – ৩ কাপ, কনডেন্সড মিল্ক- যদি আম বেশি মিষ্টি হয় তাহলে ২ টেবিল চামচ, আর যদি কম মিষ্টি হয় তাহলে ৪ টেবিল চামচ।
প্রণালীঃ হুইপ্ড ক্রীম ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ভালো মত বিট করে তার সাথে স্প্যাচুলা দিয়ে হুইপ্ড ক্রীম মিশিয়ে ইচ্ছেমতো পাত্রে ঢেলে সারা রাত ফ্রিজে রেখে পরিবেশন করুন।